করোনা ভাইরাসের প্রথম শনাক্তকারী সেই ডাক্তারও আর নেই

0
4

চীনের প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬৩৬ জনে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা একত্রিশ হাজার। আক্রান্তদের মধ্যে ৮৪১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিহতদের সকলেই হুবেই প্রদেশের নাগরিক।

চীনের স্বাস্থ অধিদপ্তর জানিয়েছে নতুন করে ১৫ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার নতুন করে ইতালি, সিঙ্গাপুর ও তাইওয়ান এ পাওয়া গিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী।

চীনের উহানে আক্রান্তদের যথাযথ চিকিৎসা দিতে আরো দুটি হাসপাতাল তৈরির কাজ চলছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রেলস্টেশনে জোরদার পদক্ষেপ নেয়া হয়েছে।

চীনের চিকিৎসক ও মেডিকেল কর্মীদের জন্য আলাদা ট্রানজিট লাইনের ব্যবস্থা করেছে চীনা কর্তৃপক্ষ।

ভাইরাসেই আক্রান্ত হয়ে মারা গেলেন চীনের প্রথম প্রণাঘাতী নভেল করোনা ভাইরাস নজরে আনা চিকিৎসক।

চক্ষু বিশেষজ্ঞ লি ওয়েনলিয়াং এর মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীনের গণমাধ্যম। এই ভাইরাসের উৎপত্তি স্থল উহানের কেন্দ্রীয় হাসপাতালে কাজ করতেন ৩৪ বছরের লি।

গত ৩০ ডিসেম্বর নতুন এই ভাইরাস সম্পর্কে সহকর্মীদের সতর্ক করেন তিনি। পরামর্শ দেন সংক্রমণ ঠেকাতে বিশেষ পোশাক পড়ার।

তবে তার দাবিকে মিথ্যাচার বলে ভীতি ছড়ানোর অভিযোগ আনে পাবলিক সিকিউরিটি ব্যুরো। তার কাছ থেকে মুচলেকা নেয় পুলিশ।

তার মৃত্যুর খবর প্রকাশ নিয়েও ছড়িয়েছে বিভ্রান্তি। পরে স্থানীয় সময় শুক্রবার রাত ৩ টায় তার মারা যাওয়ার খবর নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম।