মস্কো পৌঁছেই রাশিয়াকে ‘ভালো প্রতিবেশী’ ও ‘বিশ্বস্ত বন্ধু’ আখ্যা শি জিনপিংয়ের

0
5


রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২০ মার্চ) বিমান থেকে নেমেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, রাশিয়া ও চীন ‘ভালো প্রতিবেশী’ এবং ‘বিশ্বস্ত বন্ধু’। তার এ সফর ফলপ্রসূ এবং বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি। খবর আলজাজিরার।

খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

চীনের সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে পুতিন বলেছেন, ‘পুরনো ও ভালো বন্ধু’র সফর নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। ইউক্রেন যুদ্ধে চীনের মধ্যস্থতাকারী হওয়ার ইচ্ছাকেও স্বাগত জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক করার কথা রয়েছে। গত বছর শি ও পুতিন ‘সীমাহীন’ অংশীদারিত্ব চুক্তি করেছিলেন।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া প্রথম বিশ্ব নেতা হচ্ছেন শি।

এএআর/