কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

0
5


কুষ্টিয়া প্রতিনিধি:

ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জেলার প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ও প্রথম আলো বন্ধু সভার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান বক্তা বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী বলেন, সারাদেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আমরাও সহযোগী। অভিযোগ করে বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর যেভাবে নির্যাতন, নিপীড়ন ও নিষ্পেষণ চালানো হয়েছে, আমরা সমস্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখারও দাবি জানান তিনি।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, ডিবিসি নিউজ ও দৈনিক সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৈহিদী হাসান শিপলু, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামসহ স্থানীয় পত্রিকা, জাতীয় দৈনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এটিএম/