দুর্যোগ মোকাবেলায় জুনের মধ্যেই চালু হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বা ওয়ান স্টপ সেন্টার। এমনটি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (২ মে) সকালে নগরভবনে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা ইস্যুতে অংশীজনদের সাথে সভা শেষে এ কথা জানান তিনি।
মেয়র বলেন, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়মিত সূচির আওতায় আনা হবে। আসছে বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনায় আলাদা বরাদ্দ থাকবে। ক্ষতিগ্রস্তদের জন্যও ব্যবস্থা রাখা হবে বলে জানান তিনি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশনে ৪২টি ভবন ঝুঁকিপূর্ণ। ১৯৭টি সংস্কারের সুপারিশ করেছে রাজউক। শিগগিরই এই বিষয়ে ডিএসসিসি পদক্ষেপ নেবে
বলেও জানান শেখ ফজলে নূর তাপস।
ইউএইচ/