গোপালগঞ্জে বালুর ট্রাক চাপায় নিহত ২

0
5


ছবি: প্রতীকী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) বেলা ৩টার দিকে মধুমতি ব্রিজ বাইপাস সড়কের বরাশুর এলাকায় (কালনা ফেরিঘাট সড়ক) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পারকরফা গ্রামের মৃত শফিউদ্দিন শেখের ছেলে ব্যাটারিচালিত ভ্যানচালক ইকরাম শেখ (৫৫) ও একই ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে ভ্যানযাত্রী অাহাদ সরদার (৪৫)। আহত ভ্যানযাত্রী শংকরপাশা গ্রামের চুন্নু সরদারকে (৪০) কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ইকরাম শেখ নড়াইলের লোহাগড়া হতে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বরাশুর এলাকায় বিপরীত মুখি একটি বালুর ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইকরাম শেখ মারা যান এবং ভ্যানের দুই যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহাদ সরদারকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএইচ/