মৌলভীবাজারের সন্তান মোরশেদ কুয়েতের জাতীয় ক্রিকেট দলে – Live Cricket

0
4
{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":2,"shape_mask":0,"callout":0},"source_sid":"2FE4ECFB-CC27-45FD-80BB-25AF19ED6C0D_1580496288031","total_editor_time":125,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"2FE4ECFB-CC27-45FD-80BB-25AF19ED6C0D_1580496287998","total_effects_time":0,"brushes_used":0,"height":3464,"layers_used":0,"width":3464,"subsource":"done_button"}

মধ্যপ্রাচ্যের কুয়েতের জাতীয় ক্রিকেট টিমে খেলছেন বাংলাদেশের তরুণ মোরশেদ মোস্তফা মৌলভীবাজার জেলার বড়লেখার সন্তান ।পরিবারের সাথে বেড় উঠা ও লেখাপড়ার শুরু এবং শেষটা এই কুয়েতেই।

ক্রিকেটে তার অসাধারণ প্রতিভার কারণে কুয়েত জাতীয় দল তার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সুনাম কুড়াচ্ছে।

১৯৯৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর অনুমোদিত সদস্য দেশ ছিল কুয়েত। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর সদস্যপদ লাভ করে কুয়েত।

কুয়েতের ক্রিকেট অ্যাসোসিয়েশন এখানকার ক্রিকেট খেলার কার্যক্রম পরিচালনা করে থাকে।
২০১৭ সাল থেকে কুয়েতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার হয়ে খেলছেন মোরশেদ মোস্তফা। অনূর্ধ্ব ১৬ ও ১৯ দিয়ে তার ক্রিকেটে ক্যারিয়ার শুরু। পরবর্তীতে স্থান করে নেন কুয়েতের জাতীয় ক্রিকেট দলে।

দেশটির জাতীয় দলের তালিকাভুক্ত প্রায় ৪৫০ জন খেলোয়াড়ের মধ্যে বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ একজন।

ওমান, মালদ্বীপ, কাতারসহ বিভিন্ন দেশে গিয়ে ক্রিকেট খেলেছেন মোরশেদ। তিনি আমরা মৌলভীবাজারি পেইজের এডমিনকে জানান, বর্তমানে আইসিস র‌্যাংকিংয়ে ২৮ নম্বরে আছে কুয়েত। দলের এই ক্রমাগত উন্নতিতে কুয়েত ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক সহযোগিতা ও বিভিন্ন সুযোগ – সুবিধা পাচ্ছেন তিনি।

সব খেলাই ভালোবাসেন মোর্শেদ মোস্তফা। তবে ক্রিকেটের প্রতি তার ভালো লাগা অনেক বেশি। ক্রিকেট খেলার এই উৎসাহ পাওয়ার পেছনে বাবার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর গ্রামের কুয়েত প্রবাসী বাবার ছেলে মোর্শেদ মোস্তফা। কুয়েতের ক্রিকেটাঙ্গনে তার এই অসামান্য সাফল্যের সুবাদে বাংলাদেশের সুনাম বিশ্বে সর্বত্র ছড়িয়ে পড়বে, এমন কিছুই প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশীরা।

See More Post