বদলে যাচ্ছে জাফলং..
ফিরে পাচ্ছে আগের অবস্থা। রাস্তাঘাট – অবকাঠামোগত উন্নয়ন সহ পর্যটকবান্ধব পরিবেশ সৃষ্টি
করায় ভ্রমণচারীদের পদচারণায় মুখরিত এখন জাফলং ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরাও দারুণ খুশি।
কিছুদিন আগেও পর্যটকরা জাফলং বেড়াতে এসে যাতায়াতসহ ও অবকাটামো দূর্বলতায় দূর্বিসহ যন্ত্রণার অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতেন। এই অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে এখন। ফলে বেড়াতে এসে এখন স্বাচ্ছন্দ বোধ করছেন ভ্রমণকারীরা।
পাহাড়ের উপর থেকে পর্যটকদের জাফলংয়ের জিরো পয়েন্টে নামার জন্য স্থানীয় প্রশাসনের উদ্যোগে সিড়ি ও ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। আর ১৩০ কোটি টাকা ব্যয় এ সড়ক ও জনপদ বিভাগের ১৮ কি.মি. সড়কের সংস্কারের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব ৫৬ কি.মি.। আগে সিলেট থেকে জাফলং রওনা হলে ভ্রমণকারীদের এক দূর্বিসহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। চারদিকে রাস্তাঘাট ভাঙা ছিল। দিনের অর্ধেক সময় পার হয়ে যেত এই ভাঙা পথ পাড়ি দিতেই।
তবে এখন পর্যটকদের কষ্ঠ লাগব হয়েছে নতুন রাস্তাঘাট উন্নয়নের কারণে। এখন অনায়াসেই জাফলং পৌছা যায়।
সিলেট ও জাফলংয়ের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের কারণে জাফলং এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে আছে। জাফলং ফিরে পেয়েছে তার আগের রূপ।
প্রশাসন সঠিকভাবে তদারকি করলে পরবর্তীতেও জাফলংয়ের সেই চিরচেনা রূপ বহাল রাখা যাবে। পর্যটকদের আকর্ষণ বাড়বে জাফলং ফিরে আসার।