তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। দুই ওপেনারের ব্যাটে দলের রানের চাকা ঘুরছে ধীরগতিতে। প্রথম ৩ ওভারে কেবল ৩ রান তুলতে পেরেছিল তামিম ইকবাল ও লিটন কুমার দাসের উদ্বোধনী জুটি। পাওয়ার প্লে’র শেষ বলে শর্ট থার্ডম্যানে ঠেলে দিয়ে রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন তামিম।
আজ (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার তামিম-লিটন। প্রথম ওয়ানডেতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম-লিটনের কেউই। তাই দ্বিতীয় ওয়ানডেতে সাবধানে শুরু করেছেন এই দুই ব্যাটার। সিলেটের মেঘলা আবহাওয়ার সুযোগ নিয়ে শুরুতে উইকেট তোলার চেষ্টা করলেও, তা ব্যর্থ করেন দেন তামিম-লিটন।
৬ ওভারে ১৪ রান তোলা বাংলাদেশ পরের দুই ওভারে নেয় ১৬ রান। তামিম-লিটনরা থিতু হয়ে দ্রুত রান তুলতে শুরু করেন। কিন্তু দলীয় দশম ওভারে ঘটে বিপত্তি। শর্ট ফাইন লেগে বল ঠেলে দেন লিটন আর, দ্রুত রানের কল দেন তামিম। কিন্তু প্রান্তে পৌঁছানোর আগেই মার্ক অ্যাডেয়ারের সরাসরি থ্রোতে রান আউট হন তামিম। অথচ একই ওভারে বাউন্ডারিও মেরেছিলেন তিনি। ফেরার আগে ৩১ বলে ৪ চারে ২৩ রান করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৪ রান। লিটন ২৭ এবং শান্ত ব্যাট করছেন ১১ রান নিয়ে।
/আরআইএম