অবশেষে নিজের কাছে বন্দুক রাখার অনুমতি পেলেন বলিউড অভিনেতা সালমান। গত ২৩ জুলাই মুম্বাই পুলিশ কমিশনার বিবেক পানসালকারের সাথে দেখা করেন সালমান। তখনই কমিশনারকে জানিয়েছিলেন আত্মরক্ষার জন্য তিনি নিজের কাছে বন্দুক রাখতে চান। শেষমেশ, সালমানের জমা দেয়া সমস্ত নথি খতিয়ে দেখে তাকে বন্দুক রাখার অনুমতি দেন পুলিশ কমিশনার।
গত মে মাসে পাঞ্জাবি র্যাপার সিধু মুসেওয়ালা খুনের পর থেকে এবং বিশেষ করে প্রাণনাশের হুমকিসহ চিঠি পাওয়ার পর থেকে বেশ মানসিক চাপেই রয়েছেন সালমান খান। আর সে কারণেই নাকি নিজের কাছে বন্দুক রাখতে চাইছেন তিনি।
প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সালমানকে নিজের শত্রু হিসেবে মানে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এর আগে একাধিকবার সালমান খানকে হত্যার হুমকিও দেন তিনি। সম্প্রতি সালমানের বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সেলিম খানকে দেয়া হুমকির পশ্চাতে লরেন্স বিষ্ণোই গং জড়িত থাকতে পারে।
/এসএইচ