যুদ্ধের এক বছর পূর্তির দিনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে প্রশ্নের জবাব দেয়ার সময় কান্নায় ভেঙে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর সিএনএনের।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়ার সময় সৃষ্টি হয় এমন আবেগঘন পরিস্থিতির।
এদিন, গত এক বছরে তার কাছে সবচেয়ে কঠিন কী মনে হয়েছে? জানতে চাওয়া হলে এর জবাবে- পরিবারকে কাছে না পাওয়ার ও সময় দিতে না পারার কথা জানান প্রেসিডেন্ট। এ সময় কথা বলতে বলতে জলে ভিজে ওঠে তার চোখ। কান্নাভেজা কণ্ঠে পরিবারকে পাশে না পাওয়ার শূন্যতার কথা প্রকাশ করেন জেলেনস্কি।
/এসএইচ