ঈদ উপহার হিসেবে ৩৩ হাজার পরিবারকে ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

0
1


মুজিববর্ষে সকলের জন্য আশ্রয়ণের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪টি পরিবারকে জমিসহ ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে ঈদের উপহার হিসেবে এসব ঘর হস্তান্তর করা হয়। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নেই মানুষের ঠিকানা নিশ্চিতে সরকার এসব কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধারাবাহিক এমন প্রকল্পের মাধ্যমে ১৯৯৭ থেকে ২০২২ পর্যন্ত মোট ৫ লাখ পরিবারের ৩৫ লাখ মানুষের ঠিকানা নিশ্চিত হয়েছে। আর মুজিববর্ষে ঘর পেয়েছে ৫ লাখেরও বেশি পরিবার।

ইউএইচ/