বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে বৃহস্পতিবার (৯ মার্চ) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এরই মধ্যে সিরিজে ২-১’এ এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। তবে আহমদাবাদ টেস্টের ফলাফলের উপর নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ভাগ্য। আগে থেকেই ফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে লড়তে হলে রোহিত শর্মাদের জিততে হবে চতুর্থ টেস্ট।
চার ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট জিতে রীতিমতো উড়ছিল মেন ইন ব্লু বাহিনী। তবে তৃতীয় টেস্টে ইন্দোরের বিতর্কিত উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। এখন চতুর্থ টেস্টের ফলাফলের উপর নির্ভর করছে অনেক কিছুই। এরই মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে অজিরা। তবে সিরিজ বাঁচাতে হলে জিততে হবে আহমেদাবাদ টেস্টে। অপরদিকে ভারত জিতলে নিশ্চিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
ভারতের পয়েন্ট ৬০.২৯। আর সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে আহমেদাবাদ টেস্ট হারলে এবং শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০’তে জেতে তাহলে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে রোহিত শর্মার দলের।
শ্রীলঙ্কা জিতলে তাদের পয়েন্ট বেড়ে দাড়াবে ৬১.১১। যদি ১-০’তে জেতে লঙ্কানরা, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ৫৫.৫৫। সেই অনুযায়ী আহমেদাবাদ টেস্টে ভারত হারলেও পয়েন্টে এগিয়ে থাকায় নিশ্চিত হবে ফাইনাল। ৬৮.৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট যথাক্রমে ৫৩.৩৩ এবং ৫২.৩৮। পাঁচে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৪৬.৯৭।
/আরআইএম