যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে প্রবল বৃষ্টি-বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৮ জনে। রোববার (৩১ জুলাই) রাজ্যের গভর্নর জানান, মিলছে না কমপক্ষে ৩৭ বাসিন্দার সন্ধান। খবর রয়টার্সের।
নিখোঁজদের খুঁজতে চলছে তল্লাশি। তবে বৈরী আবহাওয়ার কারণে দুই সপ্তাহের আগে সবার সন্ধান পাওয়া কঠিন এমনটাও জানিয়েছে প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। আগামী ২৪ ঘণ্টায় ১৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া অধিদফতর। ফলে রয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধসের সম্ভাবনা। দুর্গত এলাকাগুলো থেকে উদ্ধারের পর ৩৫৯ বাসিন্দাকে রাখা হয়েছে ১৫টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে।
এদিকে প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎহীন রাজ্যের ৩৩ হাজার গ্রাহক। ধীরে হলেও, সংযোগ ফেরানোর কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এটিএম/