উন্নয়নের দিক দিয়ে পিছনে মৌলভীবাজারবাসী

0
4
{"effects_tried":0,"photos_added":0,"origin":"unknown","total_effects_actions":0,"remix_data":[],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"2FE4ECFB-CC27-45FD-80BB-25AF19ED6C0D_1580114779925","total_editor_time":248,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"2FE4ECFB-CC27-45FD-80BB-25AF19ED6C0D_1580114779805","total_effects_time":0,"brushes_used":0,"height":3464,"layers_used":0,"width":3464,"subsource":"done_button"}

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সুনামগঞ্জ এই জেলা নিয়ে সিলেট বিভাগ ঘটিত এই ৪টি জেলার মধ্যে প্রবাসী অধ্যুষিতমৌলভীবাজার জেলা।আর্থিক, পর্যটন সামাজিক অবস্থান থেকে সিলেটের পরেই মৌলভীবাজারের জেলার অবস্থান। ভৌগলিক দিকদিয়েও খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে মৌলভীবাজার জেলা ।মৌলভীবাজার জেলার ৪টি উপজেলা ভারতের সাথে রয়েছে সীমান্ত।অতি পরিশ্রমের টাকা দেশে পাঠিয়ে অঞ্চলের প্রবাসী দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করে যাচ্ছেন।এ জেলার পর্যটন খ্যাত এর মাধ্যমেপ্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে সরকার। কিন্তু মৌলভীবাজার জেলা বঞ্চিত উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘ প্রায় ১২ বছর ধরে।  বিভাগীয় শহর সিলেটের পরে পার্শ্ববর্তী হবিগঞ্জ সুনামগঞ্জ জেলায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানাসহ অন্যান্যসরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্থাপিত হলেও মৌলভীবাজারে উল্লেখ যোগ্য কিছুই হয়নি এখন পর্যন্ত ।সরকারের মহা পরিকল্পনা থেকে বঞ্চিতহচ্ছে মৌলভীবাজারবাসী। মন্ত্রী পরিষদের উল্লেখ যোগ্য মন্ত্রী কিংবা প্রশাসনিক পর্যায়ে উচ্চপদস্থ কোনো কর্মকর্তা না থাকার কারণে এমনবৈষম্য হচ্ছে বলে স্থানীয়দের মন্তব্য।

প্রস্তাবিত মৌলভীবাজার  মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের ব্যাপারে সরকারি পদক্ষেপ গ্রহণ বিলম্বিত হলে চলিতবৎসরের সেপ্টেম্বর থেকে নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ বেচে নেয়ার ঘোষনা দিয়েছে মৌলভীবাজার জেলার সামাজিক সংগঠন গুলো স্থানীয় বাসিন্দারা ।সম্প্রতি কুসুমবাগ রেষ্ট ইন হোটেলে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ আয়োজিত এক সেমিনার থেকে এইআল্টিমেটাম দেওয়া হয়েছে।

এসময় বক্তাগণ তাদের বক্তৃতায় বলেন, সিলেট বিভাগে রাজস্বের নিরিখে মৌলভীবাজার জেলার অবস্থান শীর্ষ পর্যায়ের হলেও সরকারিবরাদ্দ এবং উন্নয়ন কর্মকান্ডের দিক থেকে বঞ্চিত ।নিকটবর্তী দুই জেলাতে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেয়াহলেও মৌলভীবাজার রয়ে গেছে পর্দার আড়ালে। সড়ক জনপথ, এল.জি..ডি, গণপূর্ত, শিক্ষা প্রকৌশল, গণস্বাস্থ্য প্রকৌশলী, জেলাপরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ত্রাণ পূর্ণবাসনসহ অন্যান্য বিভাগের বার্ষিক বরাদ্দ আসছে তুলনামূলক ভাবে পার্শ্ববর্তী জেলারচেয়ে অনেক কম। জেলাতে প্রস্তাবিত আরেকটি উপজেলা বাস্তবায়নও রয়েছে ঝুলন্ত অবস্থায়। দেশের বিভিন্ন অংশে নতুন বিমান বন্দরস্থাপনের প্রকল্প গ্রহণ হলেও ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত শমসেরনগর বিমান বন্দরটি নতুন করে চালু হচ্ছেনা। এই বিমান বন্দর চালু হলেপর্যটকরা সহজেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারত। সার্বিক দিক থেকে দেশ এগিয়ে গেলেও উন্নয়নের কোনো স্পর্শ নেই  মৌলভীবাজার জেলাতে।

এক বক্তা বলেনসরকারি বরাদ্দ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পর্যায়ে তদবির এবং দেনদরবার করতে হয়। এখানকার বাস্তবতা হচ্ছে– “নিজেরে লইয়া ব্যাকুল থাকা তাই বরাদ্দ নিশ্চিত হবে কিভাবে? এব্যাপারে সম্মিলিত উদ্যোগ সবাই মিলে এবং যথাযথ নেতৃত্ব প্রদানেরপ্রতি গুরুত্বা প্রকাশ করেছেন বক্তারা তাদের বক্তৃবে।

তবে মৌলভীবাজার আসনের সংসদ সদস্য পরিবেশ, বন জলবায়ূ পরিবর্তন মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন মৌলভীবাজার জেলারবিভিন্ন সভা সমাবেশে বলছেন, খুব শীঘ্রই মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপিত হবে। মৌলভীবাজার আসনের এমপিরাও  একই আশ্বাস দিচ্ছেন। তবে কবে আশ্বাস বাস্তবায়ন হবে নিয়ে শংষ্কায় রয়েছেন মৌলভীবাজারবাসীরা