টিপু-প্রীতি খুনের ঘটনায় ২ দিনের রিমান্ডে সোহেল ও মারুফ

0
5


টিপু ও প্রীতি। ফাইল ছবি।

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার সোহেল শাহরিয়ার ও মারুফ রেজা সাগরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ আগস্ট) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন।

/এমএন