বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। ভোট বাদ দিয়ে তারা ষড়যন্ত্রের পথে হাঁটছে। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২০ মার্চ) দুপুরে তথ্যভবন মিলনায়তনে সড়ক নিরাপত্তা রিপোর্টিং বিষয়ক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, গত টানা তিনবার ভোট করে হেরেছে বিএনপি। তারা জানে তাদের জোর কতদূর। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের আদলেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন।
জননিরাপত্তায় আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির জন্ম অগণতান্ত্রিকভাবে। গণতন্ত্র নিয়ে তাদের মুখে কথা মানায় না।
ইউএইচ/