প্রিয়জনের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি যেতে শুরু করেছে মানুষ। এতে পাটুরিয়া ও শিমুলিয়া ঘাটে বেড়েছে গাড়ির চাপ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ৭টি ফেরিতে শুধুমাত্র হালকা যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সংখ্যা কম হওয়ায় ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এই রুটে লঞ্চ ও স্পিডবোটে করেও নদী পাড়ি দিচ্ছেন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ। চলাচল করছে ৮৩টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট।
পাটুরিয়া ঘাটেও ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে ভারি যানবাহনের তুলনায় ছোট গাড়ির সংখ্যাই বেশি। পরের দিকে ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে বাড়ি যাচ্ছেন। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৮টি ফেরির মধ্যে ১৭টি সচল রয়েছে।
/এডব্লিউ