স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিগ লিডারটেবিল টপার বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে কাদিজের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
নিজেদের ঘরের মাঠ এস্তাদিও নুয়েভো মিরানদিল্লা স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে কাদিজ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টায়। লা লিগার শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে লস ব্লাঙ্কোরা। তাইতো দলটির আপাতত মূল ভাবনা চ্যাম্পিয়নস লিগের মহারণ।
সেই ধরাবাহিকতায় এলচের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াস, লুকা মদ্রিচ, টনি ক্রুসসহ মূল একাদশের একাধিক ফুটবলারকে দেয়া হবে বিশ্রাম। সেই সাথে বিশ্রাম দেয়া হতে পারে রদ্রিগোকে। তাদের পরিবর্তে মার্কো অ্যাসেনসিও এবং এডেন হ্যাজার্ড খেলবেন শুরুর একাদশে।
তবে লস ব্লাঙ্কোদের স্বস্তির নাম পরিসংখ্যান। প্রায় ৩ বছর আর শেষ ৪ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে হারেনি আনচেলত্তির দল। তাই তো ফেভারিটের তকমা নিয়েই কাদিজের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাব বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
/আরআইএম