লালমনিরহাটে ভুল ক্রসিংয়ে বার ফেলানোয় গেটম্যান সাময়িক বরখাস্ত

0
4


ছবি: সংগৃহীত

লালমনিরহাট শহরের ব্যস্ত লেভেল ক্রসিং বিডিআর গেট। এ ক্রসিংয়ে পাশাপাশি দু’টি রেল লাইন রয়েছে। দুই লাইনের জন্য রয়েছে আলাদা বার।

রোববার (৩১ জুলাই) বিকেলে গেটম্যান ভুল করে যে লাইনে ট্রেন আসবে সেটি না নামিয়ে, পাশের লাইনের বার নামিয়ে দেন। ফলে মানুষ ও যানবাহন দাঁড়িয়ে থাকা রেললাইনে চলে আসে ট্রেন। দ্রুত সেখান থেকে সরে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শহরের শতাধিক মানুষ।

লালমনিরহাটে গেটম্যানের এমন কাণ্ডে চাঞ্চল্য তৈরি হয়েছে। গেটম্যান নাদের হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

লালমনিরহাট স্টেশন মাস্টার জামিল উদ্দিন বলেন, ৪৭ নং গেটের সেকশন দুইটা। আমাদের গেটম্যান নতুন আসছে। এজন্য উনি বিষয়টি বুঝে উঠতে পারেন নি। এজন্য গেটম্যান ভুলবশত বার নামিয়ে দিয়েছে।

/এনএএস