শরীয়তপুরে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

0
2


শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ায় ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইমতিয়াজ নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা।

বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে নড়িয়া পৌরসভা বালুর মাঠ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইমতিয়াজ নড়িয়া পৌরসভার বিসমিল্লাহ নগর এলাকার মাওলানা আবু ইউসুফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়িয়া বাজারের একটি ফার্মেসিতে ইমতিয়াজকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল নিয়ে আবু ইউসুফ বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা পৌরসভা বালুর মাঠ মোড়ে পৌঁছলে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন আবু ইউসুফ মোটরসাইকেল নিয়ে পাকা সড়কে পড়ে গেলে গুরুতর আহত হয় ইমতিয়াজ। এ সময় আহত হয় তার বাবা ইউসুফ।

স্থানীয়রা আহত অবস্থায় তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইমতিয়াজকে মৃত্যু বলে ঘোষণা করে। আর শিশুটির বাবা আবু ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ঘাতক ট্রলি চালক পালিয়েছে।

ইউএইচ/