ভালো কাজের বিনিময়ে খাবারের কর্মসূচি নিয়েছে কয়েকজন উদ্যোক্তা। এই কর্মসূচিকে বলা হচ্ছে ভালো কাজের হোটেল। পথ শিশু, ছিন্নমূল অসহায় মানুষ এখানে গিয়ে পেট পুরে খেতে পারছে। এখানে খেতে কোনো অর্থ লাগে না বলে জানান উদ্যোক্তারা।
শনিবার (১ এপ্রিল) বিকালে রাজধানীর সাবেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এই আয়োজনে পাঁচ শত জন মানুষের সাথে আরও পাঁচ শত জন সুবিধা বঞ্চিত শিশু মিল শেয়ার করেন।
বাংলাদেশে এই মিল শেয়ারিংয়ের ধারণা নতুন হলেও ভালো কাজের হোটেলের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের সহায়তা করছেন উদ্যোক্তারা। এই রমজানে ঢাকা ও চট্টগ্রামে ৬টি শাখার মাধ্যমে প্রতিদিন বারো শত ছিন্নমূল মানুষের জন্য ইফতারের আয়োজন করেছে ভালো কাজের হোটেল।
আয়োজকরা বলেন, মিল শেয়ারিংয়ের ধারণা জনপ্রিয় হলে আরও অনেক সুবিধা বঞ্চিত মানুষের ক্ষুধা মেটানো সম্ভব হবে।
ইউএইচ/