নিউ সুপার মার্কেটের আগুনে আহত ৩১ জন ঢাকা মেডিকেলে ভর্তি

0
2


রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুনে এখন পর্যন্ত ১৫ জন ফায়ার সার্ভিসকর্মীসহ ৩১ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন, রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য; শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য; তৌফিক (২৩), ফায়ার সার্ভিস সদস্য; রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য; মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য; সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য; আরিফুল (২৬), ফায়ার সার্ভিস সদস্য; কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য; শরিফুল (২৪), ফায়ার সার্ভিস সদস্য; সার্জেন্ট আরাফাত (৩২), বিমান বাহিনীর সদস্য এবং সবুজ (২০), আনসার সদস্য।

এছাড়াও আহত হয়েছেন বায়জিদ (২৫), দোকান কর্মী; হাসান (২০), দোকান কর্মী; রিমন (২৮), দোকান কর্মী; রিফাত (২৩), দোকান কর্মী; কামাল হোসেন (৩৩), দোকান কর্মী; ফিরোজ আলম (৩০), দোকান কর্মী; জীবন (৩০), দোকান মালিক; জিসান (১৮), দোকান কর্মী; ইয়াসিন (২৪), দোকান কর্মী; জীবন (২৫) দোকান কর্মী ও দোকান কর্মী স্বপন (২৩)। আহতদের মধ্যে ২২ জনের নাম-পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

আহতরা সকলেই আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেউই গুরুতর আহত নন।

এসজেড/