দেখে নিন ২০২০ সালের কয়েকটি দুর্দান্ত স্মার্টফোন -Top Upcoming Smartphones

0
3
Top Upcoming Smartphones
Top Upcoming Smartphones

২০১৯ সালটি স্মার্টফোনের জন্য একটি অসাধারণ বছর ছিল। এবং ২০২০ হয়তো আরো ভালো হতে পারে।
আজকের এই পোস্টে আমরা স্মার্টফোন কোম্পানি গুলোর ২০২০ এর নতুন নতুন দুর্দান্ত সব স্মার্টফোন দেখবো। তো চলুন দেখে নেই এই বছরের চমকগুলো যা আমরা তাদের থেকে আশা করি –

  • Samsung

এই বছরের একটি বৃহত্তম রিলিজ আমরা দেখতে পারবো খুব শীঘ্রই ফেব্রুয়ারিতে সম্ভাব্য স্যামসাং এর গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন এর মাধ্যমে। এই বছর স্যামসাং এস11 বা অন্য কোনো ফোন আনতে পারে এইরকম গুজব শুনা যাচ্ছে। এস20 থাকারও প্রায় সম্ভাবনা রয়েছে। স্যামসাং হয়তো তাদের এস সিরিজ 20 তে নিতে চাচ্ছে কারণ ২০২০ সালের সাথে মিল রেখে, তবে যাই হোক না কেন অন্তত তিনটি নতুন স্মার্টফোন থাকবে এই বছরে এস10ই, এস10 এবং পাশাপাশি এস10প্লাস এর উত্তরসূরি হিসেবে।
এবং ইতিমধ্যেই অনেক ছবি ফাঁস হয়েছে ও অনেক গুজবও আমরা দেখেছি। এর কাছাকাছি আমরা আশা করতে পারি।

তবে মূলত স্যামসাংয়ের কাছ থেকে সবাই ফোনের পিছনে্র দিকে একটি নতুন ডিজাইন খুজছে যার সাথে আয়তাকার ক্যামেরা মডিউল বিশিষ্ঠ প্যানেল এবং সাথে পাঁচটি পর্যন্ত ক্যামেরা রয়েছে। স্যামসাংয়ের নতুন ফোনে 108 মেগাপিক্সেল এর ক্যামেরা সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। হয়তো এটি নতুন এস11 এ থাকতে পারে। এর পাশাপাশি তারা ফোনে প্রসেসর হিসেবে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন 865 চিপসেট দিবে যার সম্ভাব্য রিফ্রেশ রেট 120 হার্টজ পর্যন্ত। যা গত বছরে স্যামসাং আসলে এটি করেনি। এবং এর মধ্যে নোট 10 এর মতো পান্চ থাকতে পারে তবে সবকিছু মিলিয়ে ছোট্ট বেজেল থাকবে।

আপনি কী এস11 এর জন্য উৎসাহী ?

এছাড়াও স্যামসাং এবার নতুন ফোল্ডেবল ডিভাইস আনতে পারে তবে এই বিষয়ে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয় নি। কিচু ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে। এটা হয়তো স্যামসাং ফোল্ড 2 অথবা অন্য কোনো নামে রিলিজ হতে পারে। তবে এটি অবশ্যই বর্তমান ফোল্ড ডিভাইস থেকে অনেকটা ভিন্ন হয়ে আসবে।
এটা এস11 এর সাথেই রিলিজ হবে আশা করা করা যায়।

এই বছরে অনেক অসাধারণ অসাধারণ ফোল্ডেবল ডিভাইস আসতে চলেছে।

  • Huwaei

এই বছরের মার্চে চীনা কোম্পানি হুয়াওয়ে আনতে চলেছে P40 pro. দূর্ভাগ্যবশত গত বছরটি অনেক কঠিন সময় ছিল হুয়াওয়ের জন্য গুগলের সব সার্ভিস ব্যান এর কারণে। এটি অবশ্যই তাদের উপর একটি প্রভাব ফেলেছে। আমরা আশা করছি তারা আবার ফিরে আসতে পারবে P40 রিলিজের মাধ্যমে। এটির মধ্যেও হয়তো ৫ টি ক্যামেরা থাকতে পারে। এই মডেলে ক্যামেরা ডিজাইনের প্রতি আকর্ষণ দেয়া হয়েছে। এর পাশাপাশি সম্ভবত একটি উচ্চ রিফ্রেশ রেটের স্ক্রিন থাকবে। কিছু ফাঁস হওয়া তথ্য ও গুজবের মাধ্যমে জানা গেছে এর মধ্যে ৫০ ওয়াট চার্জিং এর সাথে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি থাকবে। যা সত্যিই দুর্দান্ত। হুয়াওয়ে সত্যিই ব্যাটারি ও পারফর্মেন্স এর দিক দিয়ে অনেক এগিয়ে। আমরা আশা করছি হুয়াওয়ে এই বছর নতুন কোনো চমক অবশ্যই আনবে। যা তাদের গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে।

  • Oneplus

ওয়ানপ্লাস এর নতুন একটি ফোন আমরা দেখতে পাবো এই বছরের আনুমানিক মে মাসের দিকে ওয়ান প্লাস 8 প্রো। গত বছরের ওয়ান প্লাস 7প্রো এবং 7T প্রো অনেকটা বছরের সেরা মোবাইল ছিল। আমার মনে হয় সবার তাতে একমত রয়েছে।
দুর্দান্ত পারফর্মেন্স, দুর্দান্ত ডিসপ্লে এবং অন্যান্য সবকিছু মিলিয়ে একদম অসাধারণ ছিল ফোন দুইটি। এই বছর ক্যামেরার দিকে হয়তো  আরো একটু উন্নতি হবে। এটির মধ্যে চারটি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ওয়ারলেস চার্জিং ও থাকতে পারে। ফার্স্ট চার্জিংয়ের জন্য ওয়ানপ্লাস ডিভাইস অসাধারণ। কিন্তু তাদের ফোনে ওয়ারলেস চার্জিং সিস্টেম নেই। তাই এই বছরে এটি আশা করা যায়।

গত বছরের গুগলের পিক্সেল 4 কিন্তু খারাপ ছিল না। এই বছরে আলট্রাওয়াইড ক্যামেরা,  ভালো ডিসপ্লে সাথে ছোট বেজেল এবং আরো নতুন নতুন সব অসাধারণ ফিচার নিয়ে আস্তে পারে গুগল পিক্সেল 5। পাশাপাশি কিছু ফাঁস তথ্যের মাধ্যমে জানা গেছে পিক্সেল 4A ও নিয়ে আসতে পারে গুগল। যার জন্য আমি সত্যিই উৎসাহী। গত বছরের পিক্সেল 3A বাজেটের দিক দিয়ে সেরা মোবাইল ছিল সাথে ছিল দুর্দান্ত ক্যামেরা পারফর্মেন্স। গুগল হয়তো এটারই পুনরাবৃতি করবে পিক্সেল 4A এর মধ্য দিয়ে। এই ফোনে 3.5mm অডিও জ্যাক থাকবে। যা আমরা এই বছরের বেশির ভাগ ফোনেই দেখতে পারব না। এছাড়াও ফোনের পিছনে থাকছে ফিংগাপ্রিন্ট স্ক্যানার ও প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগন 7 সিরিজের চিপসেট। এর দাজম সম্ভবত ৪০০ ইউ এস ডলার হতে পারে।

  • Apple

এবার অ্যাপলের A14 বায়োনিক চিপসেট ও দুর্দান্ত ক্যামেরা নিয়ে এই বছরের শেষের দিকে আসতে পারে আইফোন 12এস। এর ডিজাইনটি হতে পারে সচরাচর আমরা বিগত যে আইফোন গুলোতে দেখেছি। আপনি যদি একটি আইফোনের সামনের দিকে তাকান এর ডিজাইন অন্যান্য আইফোনের সাথে হুবহু মিল থাকে। তাই এটাতেও হয়তো রিডিজাইন হবে। অ্যাপলের উচিত নতুন কোনো ডিজাইন দিয়ে তার ইউজারদের চমক দেখানো। হয়তো ছোট বেজেল ও নচ বিহীন ফুল স্ক্রিন নিয়ে আসতে পারে আইফোন 12এস। এছাড়াও অ্যাপল এইবার টাইপ সি চারজিং পোর্ট দিতে পারে। অ্যাপল সবসময় তাদের ঐতিহ্য বজায় রাখতে চায়। কিন্তু গত বছরে তারা কিছু জিনিস পরিবর্তন করেছে। যেমন আইপ্যাড প্রো ও ম্যাকবোক প্রো তে ইউএসবি টাইপ সি পোর্ট।

  • Oppo

এই বছরে অপ্পো ও ফোল্ডেবল ফোন বাজারে নিয়ে আসতে পারে।

  • Xiaomi

বাজেট ডিভাইসের মধ্যে নতুন আরো চমক নিয়ে আসতে পারে শাওমি এর Redmi K30 Pro অথবা Pocophone F2। তবে এ বিষয়ে অফিসিয়ালি কোন কিছু জানা যায় নি।

পরিশেষে ২০২০ সালে আমরা অনেক অসাধারণ ও দুর্দান্ত সব স্মার্টফোন আমরা দেখতে পারবো।

আপনি ২০২০ এ কোন ডিভাইসটির প্রতীক্ষায় আছেন ?

কমেন্টে জানাতে ভুলবেন না:)

ধন্যবাদ