আখাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0
4


আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (৮ মার্চ) সকালে আখাউড়া রেল সেকশনের গঙ্গাসাগর-ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের চারা বটগাছ এলাকায় রেললাইনের ওপর খণ্ড-বিখণ্ড মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে আখাউড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা যাচ্ছে এই পথে চলাচলকারী কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহের খণ্ডিত অংশ ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশোর্ধ। স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে পারেননি। মৃত্যু রহস্য এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এএআর/