এক বছরে টানা ৩ এল ক্ল্যাসিকো জিতে গার্দিওলার পাশে জাভি

0
5


ছবি: সংগৃহীত

গতরাতের এল ক্লাসিকো ম্যাচটি ছিল লা লিগার অঘোষিত ফাইনাল। আর ঐতিহ্যের এল ক্লাসিকোতে এবারও শেষ হাসি হেসেছে বার্সেলোনা। এই নিয়ে চলতি মৌসুমে টানা তিনবার রিয়াল মাদ্রিদকে হারালো কাতালান জায়ান্টরা। সেই সাথে, এক বছরে টানা ৩ এল ক্ল্যাসিকো জয়ের রেকর্ডে বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলার পাশে নাম লেখালেন জাভি হার্নান্দেজ।

চলতি লা লিগার প্রথম লেগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়ালের ঘরের মাঠে জিতে এসেছে বার্সেলোনা। এছাড়াও সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়েছিল জাভির শিষ্যরা। রোববার (১৯ মার্চ) রাতে লা লিগার ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে আরও একবার হারিয়েছে কাতালান ক্লাবটি।

ছবি: সংগৃহীত

২০১১ সালে গার্দিওলার অধীনে টানা ৩ এল ক্ল্যাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বার্সেলোনা। এরপর ১২ বসন্ত পেরিয়ে গেলেও গার্দিওলার রেকর্ডটি ছিল অক্ষুণ্ন। তবে, চলতি বছরে টানা ৩ এল ক্ল্যাসিকো জিতে সাবেক গুরুর রেকর্ডের পাশে ভাগ বসালেন জাভি। হাতছানি দিচ্ছে গার্দিওলাকে টপকানোর।

ছবি: সংগৃহীত

কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামী মাসের বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টায় ক্যাম্প ন্যু’তে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রথম লেগ জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে কাতালুনিয়ার জায়ান্টরা। ওই ম্যাচে বার্সা জিতলে পেপ গার্দিওলার রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে চলে যাবেন জাভি। কেননা টানা চারটি এল ক্ল্যাসিকো জয়ের রেকর্ড এর আগে কোনো বার্সেলোনার কোচ জিততে পারেনি।

/আরআইএম