১০ মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ করোনা পরিস্থিতি চীনে!

0
5
করোনা চীন

দশ মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ করোনা পরিস্থিতি অতিক্রম করছে চীন। মঙ্গলবার টানা সপ্তম দিনের মতো দেশটিতে শতাধিক ব্যক্তির শরীরে শনাক্ত হয়েছে কোভিড-19।

ফলে গেল বছর মার্চের পর এই প্রথম চীনা ভূখন্ডে সপ্তাহের হিসেবে করোনার সংক্রমণ হাজারের কাছাকাছি। গেল ২৪ ঘন্টায় ১১৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। যা এক দিন আগেই ছিল ১০৯।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে নতুন সংক্রমণের সংখ্যা বেশি উত্তর পূর্বাঞ্চলের জিলিং আর বেইজিংয়ের নিকটবর্তী উত্তর উপকূলীয় হেবেই প্রদেশে।

ফেব্রুয়ারিতে চন্দ্র বর্ষের ছুটিতে আবারো মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় চীনের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে আগেই দেয়া হয়েছে লকডাউন।