সেরাম ছাড়াও অন্য ভ্যাকসিন আনার চেষ্ঠা চলছে; স্বাস্থ্যমন্ত্রী

0
5
স্বাস্থ্যমন্ত্রী

সেরাম ইন্সটিটিউট ছাড়াও অন্যান্য ভ্যাকসিন আনার চেষ্ঠা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে বাংলাদেশের জন্য উপযোগী অক্সফোর্ডের ভ্যাকসিনই। তাই এটা আনতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জানান, ঢাকায় তিনশো টীকা কেন্দ্র করা হচ্ছে। এক্ষেত্রে হাসপাতাল অ ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে কিছু দুর্নীতি হয়েচ হয়েছে। যারা করেছেন তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। জাহিদ মালিক জানান, সফলতার সাথে করোনা মোকাবেলার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে।


আরো পড়ুনঃ