পিরোজপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সহপাঠীর ঘুষিতে প্রাণ গেল স্কুল ছাত্রের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দক্ষিণ রাজারকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলতে যায় সপ্তম শ্রেণীর ছাত্র রাজ্জাক। এ সময় খেলা নিয়ে সহপাঠী মেহেদী হালদারের সঙ্গে বাক বিতন্ডা হয় তার। এক পর্যায়ে ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়ে রাজ্জাক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকান্ডের পর থেকে অভিযুক্ত মেহেদী হালদার পলাতক রয়েছে।