রোববার থেকে দোকানপাট ও শপিংমল খোলা যাবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খুলা যাবে। আজ মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট ও শপিংমল।
স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেয়া হয়েছে।
গত ১৪ই এপ্রিল সর্বাত্মক লকডাউন শুরুর দিন থেকেই দোকানপাট ও শপিংমল বন্ধ ঘোষণা করা হয়। এর আগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে দোকানপাট খোলা সহ গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের সময়সীমা আরো দুই দিন বাড়ানোর পর ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেয়।