যুক্তরাষ্ট্রে অল্পের জন্য রক্ষা পেলো বিমানের প্রায় আড়াইশো আরোহী । স্থানীয় সময় শনিবার কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং 777 মডেলের একটি বিমান উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায় ।
বিষয়টি টের পেয়ে দ্রুত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান পাইলট । যদি ও বিমানের পুরে যাওয়া বেশ কিছু অংশ ছিঁচকে পড়ে স্থানীয় বাসিন্দাদের আঙ্গিনায় ।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি । দাউদাউ করে জ্বলতে থাকা মূহুর্তটি বিমানের ভেতর থেকে ধারণ করেছেন এক যাত্রী ।
যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । মার্কিন এভিয়েশন বলছে , ডেনভার থেকে হনোলুলুর যাচ্ছিল ইউনাইটেড এয়ারলাইন্স এর বিমানটি । এতে ২৩১ যাত্রী এবং ১০ ক্রু ছিল বিমানটিতে ।
পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে পাঠানো হয়েছে দুর্ঘটনার কারণে । জানতে চলছে তদন্ত ।