মেডিকেল টেকনোলজিস্ট সংকটে মৌলভীবাজার সদর হাসপাতালে ধীরগতিতে চলছে করোনার নমুনা সংগ্রহের কাজ। ফলে ব্যহত হচ্ছে ঠিক সময়ে রোগ শনাক্ত ও চিকিৎসা কার্যক্রম। ১১ বছর ধরে ১৪ জন টেকনোলজিস্ট দিয়ে সরকারি চিকিৎসা কেন্দ্রের কাজ চলছে। যেখানে দরকার ৩৩ জন টেকনোলজিস্ট এর। করোনা কালে এই সংকট আরো প্রকট হচ্ছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কাগজে কলমে কাজ করছেন মাত্র চার জন টেকনোলজিস্ট। এতোদিন এই কয়েকজন দিয়ে কাজ চললেও করোনার এই সময়ে নমুনা সংগ্রহ, সংরক্ষণ এবং এ সম্পর্কিত কাজ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা।
এদিকে তিন উপজেলার টেকনোলজিস্ট এর সব পদই ফাঁকা। অপ্রশিক্ষণপ্রাপ্ত অস্থায়ী লোক দিয়ে কোনো মতে চালু রাখা হয়েছে নমুনা সংগ্রহের কাজ। এতে সময়ও লাগছে বেশি।
একদিকে নমুনা সংগ্রহে ধীরগতি তার উপর সংগ্রহকৃত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় রাজধানীতে। এর কারণে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে সময় লাগছে ৭-১২ দিন।
এ অবস্থায় কাকে আইসোলেশনে রাখবেন আর কাকে চিকিৎসা দিবেন তা নিয়ে দ্বিধায় আছেন চিকিৎসকেরা।
মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া এসিসট্যান্ট টেকনোলজিস্ট (এপিআই), এক্সরে বিভাগের বিভিন্ন পদও খালি রয়েছে জেলা সদর হাসপাতালে। এসব খালি পদে নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া সদর হাসপাতালে করোনা নমুনা পরীক্ষা কেন্দ্র বানানোর দাবিও জানিয়েছেন জেলার বিভিন্ন পেশার মানুষেরা।
_______________________________________________
______________________________________________
Like Our Facebook Official Page:
আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari
_______________________________________________