বাংলাদেশ সীমান্তে শুক্রবার ভোর থেকে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমার সেনাদের সন্দেহজনক গতিবিধির খবরে সতর্ক অবস্থায় আছে বিজিবি। তবে এখন পর্যন্ত সীমান্তে কোনো বাড়তি সদস্য মোতায়েন করা হয় নি।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান হাসান খান জানান, সেন্টমার্টিন সহ টেকনাফে বিজিবির ১৫ টি সীমান্ত চৌকি রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথাও জানান তিনি।
এর আগে সীমান্তে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধির পরিপ্রেক্ষিতে রোববার ঢাকায় কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্রমন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মৌয়ে’ কে রোববার পররাষ্ট্রমন্ত্রণালয়ে ঢেকে প্রতিবাদপত্র দেয়া হয়।