নির্বাচনে হেরে কান ধরে উঠবস করলেন কাউন্সিলর প্রার্থী

0
6
Image 2021-01-18 at 10.27.19 PM

জীবনে আর কখনো নির্বাচনে দাড়াবেন না বলে কান ধরে উঠবস করেছেন মেহেরপুরের গাঙনি পৌরসভার এক কাউন্সিলর প্রার্থী। উনার নাম হচ্ছে মুখলেসুর রহমান। সামসজিক যোগাযোগ মাধ্যমে তার এই কান ধরার ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায় বাড়ির পাশে খালের পানিতে ডুব দিয়ে কান ধরে উঠবস করছেন মুখলেসুর রহমান। এ সময় ঠান্ডা পানিতে সাতটি ডুব দিয়ে আর কখনো ভোট না করার প্রতিজ্ঞা করেছেন তিনি।

এই ভিডিওটি নিয়ে সমালোচনার জড় বইছে গোটা মেহেরপুর জুড়ে। মুখলেসুর রহমান ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করে সোচনীয় ভাবে হেরেছেন।


আরো পড়ুনঃ