নিয়মিত কোর্ট চালু করার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

0
6

করোনাকালীন সময়ে বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীদের স্বার্থে অবিলম্বে দেশের সব আদালতে নিয়মিত কোর্ট শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের সামনে সাধারণ আইনজীবী ব্যানারে এই কর্মসূচী পালিত হয় ।

সংগঠনের আহ্বায়ক আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে সাধারণ আইজীবীরা মানববন্ধনে অংশ নেয়।এ সময় বক্তারা জানান, দীর্ঘদিন কোর্ট বন্ধ থাকায় বিচারপ্রার্থীরা যেমন হয়রানীর শিকার হচ্ছেন তেমনি আইনজীবীরা ও আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ।

অনেকে বাসা ভাড়া ও চেম্বারের ভাড়া না দিতে পেরে মাববতর জীবন-যাপন করছেন । তাই সবার স্বার্থে স্বাস্হ্য-বিধি মেনে আদালত চালু করার দাবি জানানো হয়।_____________________________________________

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩০টি অডিও-ভিডিও তৈরিতে খরচ ১১ কোটি ৫০ লাখ টাকা

______________________________________________

Like Our Facebook Officially Page:

আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari
______________________________________________