নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি চালিয়ে বাংলাদেশি সহ ৫১ মুসল্লিকে হত্যার ঘটনায় রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে রায় ঘোষণা অন্তত চারদিন চলতে পারে।
এই মামলার শুনানির সময় নিহত ও আহতদের পরিবারকে আদালতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
২০১৯ সালের ১৫ই মার্চ শুক্রবার জুমআর নামাজের আগে সেমি অটোমেটিক রাইফেল নিয়ে দুটি মসজিদে হামলা চালায় অস্ট্রেলিয়ান নাগরিক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারেন্ট।
এই ঘটনার সময় ওই দুটি মসজিদের খুব কাছেই ছিলেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।
চলতি বছরের মার্চে অপ্রত্যাশিতভাবে সব দোষ স্বীকার করে জবানবন্দি দেয় ট্যারেন্ট। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ নিউজিল্যান্ডে কোনো মৃত্যুদন্ডের বিধান নেই। ধারণা করা হচ্ছে তার যাবত জীবন কারাদন্ড হতে পারে।
আরো খবরঃ কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ৫৭ দুর্নীতিবাজ কর্মকর্তাকে পদোন্নতি
আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari