জাতীয় পুরষ্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের জামিন আবেদন নাকচ করেছে আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্যাট আদালত এই আদেশ দেন।
গতকাল সোহাগকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তাকে রিমান্ডে নেয়ার কোনো আবেদন করা হয় নি।
গত মাসে দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে আজম খান সহ তার নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে সিআইডি। তাদের মধ্যে তিনজন আদালতে জবানবন্দি দেন। সেই জবানবন্দির ভিত্তিতেই গত শুক্রবার ইভানকে গ্রেফতার করে সিআইডি। সিআইডির দাবি ইভানও সেই নারী পাচারকারী চক্রের সাথে জড়িত।