নিয়মিত গোমুত্র পান করায় করোনা আক্রান্ত হননি বলে দাবি করেছেন ভারতের বিতর্কিত রাজনীতিবিদ এবং বিজেপির এমপি প্রজ্ঞা সি ঠাকুর । দলীয় সভায় করোনা থেকে বাঁচার জন্য গোমুত্র পান করার পরামর্শ দেন ।তিনি বলেন যদি নিয়মিত দেশি গরুর মুত্র পান করা হয় তাহলে করোনা আক্রান্ত ও ফুসফুস ও ভালো হয়ে যাবে ।
নিজের অভিজ্ঞতা বর্ণনা করে প্রজ্ঞা ঠাকুর বলেন , তিনি নিজে ও নিয়মিত গোমুত্র পান করেন বিধায় করোনা আক্রান্ত হননি । এমনকি গোমুত্র পান করেই তার ফুসফুসের সংক্রমণ ভালো হয়েছে এমন দাবি করেন ।