আবারো বাড়ছে চীন – ভারত উত্তেজনা, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নতুন করে সেনা অবস্থান চাইছে বেইজিং। দুই দেশের হাজার হাজার সেনার মুখোমুখি অবস্থানের পরেও সীমান্ত থেকে পিছু হটতে রাজি নয় উভয় দেশ। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনা কমান্ডারদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিলেন ভারতীয় সেনাপ্রধান। এদিকে নতুন পাকিস্তানি ম্যাপের ওয়েবসাইটে ভারতকে ব্লক করার অভিযোগ উঠেছে।
সামরিক ও কূটনৈতিক স্তরে দফায় দফায় বৈঠকেও চীন ভারত এর মধ্যে বরফ গলেনি। বরং সম্পর্কের ফাটল আরো তীব্র হচ্ছে। প্যাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট এবং দেপসাং উপত্যকা থেকে সেনা সরাতে রাজি নয় চীন, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নতুন করে সেনা অবস্থান চূড়ান্ত পদক্ষেপ বলে মনে করছে চীন। এর ফলেই লাদাখে শান্তি ফিরবে বলে নিশ্চয়তা দিচ্ছে তারা। নয়াদিল্লিও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, কোনভাবেই ভারতীয় সেনারা পিছু হটবে না।
উভয় দেশের হাজার হাজার সেনা সদস্য মুখমুখি অবস্থানের মাঝেই চলছে দফায় দফায় বৈঠক। সীমান্তে শান্তি ফেরাতে নিঃশর্তে চীনকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ভারত। এ অবস্হায় ভারতীয় সেনা কমান্ডারদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
আরো খবরঃ একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু | HSC
আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari