চাঁদ থেকে দুই কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের রোবট চালিত মহাকাশযান চ্যাংই 5 । চীনের জাতীয় মহাকাশ প্রশাসন জানায় , চ্যাংই 5 ক্যাপসুল চাদ থেকে পৃথিবীর পথে তিন দিনের যাত্রা শুরু করেছে ।
ক্যাপসুলটি তার মহাকাশযানের বাকি অংশ থেকে আলাদা হওয়ার পর চীনের উত্তরাঞ্চলে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করবে ।
চাঁদের পৃষ্ঠে ড্রিল করে ও সরাসরি তুলে নিয়ে পাথরগুলো সংগ্রহ করা হয় । নমুনাগুলোর বয়স ও উপাদান বিশ্লেষণের জন্য চীন গবেষণাগার স্থাপন করা হয়েছে ।
১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের পর চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হচ্ছে ।