গাজীপুর এ খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোন সহ চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় জয়দেবপুরের মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাড়ির পাশে খেলতে যায় তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া সহ চার শিশু। খেলার এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় তারা পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে ডোবায় ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন স্থানীয়রা।
পরে ভাই-বোন ও প্রতিবেশি মিষ্টি ও ফরহাদের লাশ উদ্ধার করে স্বজন্দের কাছে হস্তান্তর করে জয়দেবপুর থানা পুলিশ।
আরো খবরঃ হবিগঞ্জ এ টাকার বিনিময়ে মাদ্রাসার শিক্ষকের পদ বিক্রি করছেন সুপারিন্টেন্ডেন্ট!
আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari