আল-আকসায় হামলার মধ্যেই এবার গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল

0
7
Al Aqsa Mosque

আল আক্সায় হামলার মধে এবার গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল। সোমবারের এই ঘটনায় প্রাণ গেছে হামাসের এক কমান্ডার সহ অন্তত ৯ জনের। নিহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে।

এর আগে আল আকসায় হামলার প্রতিবাদে ইহুদি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাস। ইসরায়েলের দখলদারিত্ব চালানো এলাকা শেখ জাররান থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার আল্টিমেটামও দেয় সংগঠনটি।

এর আগে আল আকসায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি সেনারা।